Avatar

প্রিয়াংকার কেক ছুঁড়ে মারার ভিডিও ভাইরাল

141

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সম্প্রতি এই যুগল একটি মিউজিক কনসার্টে হাজির হন। এ সময় তাদের সঙ্গ দিয়েছিলেন নিকের ভাই জো জোনাস। এরপর সবাই স্টিভ ওকির সঙ্গে মেতে ওঠেন উল্লাসে।

কনসার্টের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এমনই একটি ভিডিওতে দেখা যায়, কনসার্টে উপস্থিত জনতার দিকে কেক ছুঁড়ে মারছেন প্রিয়াংকা ও নিক। প্রথমে কেক ছুড়ে মারেন প্রিয়াংকা, এরপর নিক। তাদের ছোড়া কেকগুলো মানুষের মাথা ও চোখমুখে গিয়ে আছড়ে পড়ে।

অবশ্য এই কেক পেয়ে উল্লাস করতে দেখা গেছে জনতাকে। তাদেরকে আনন্দে লাফালাফি করতেও দেখা গেছে ভিডিওতে।

মন্তব্য লিখুন

Please enter your comment!
Please enter your name here