উপকরণ
- সানগ্লাস
- অ্যাক্রিলিক রং
- তুলি
- কালার প্লেট
- ভার্নিস স্প্রে
প্রণালি
- টিস্যু দিয়ে রোদচশমা পরিষ্কার করে নিন। এবার রোদচশমার মাপ অনুযায়ী একটি লেআউট করে নিন। এতে করে আঁকার আগেই একটা ধারণা পাবেন।
- রোদচশমার রং এবং লেআউটের ওপর ভিত্তি করে রং নির্ধারণ করা হয়েছে। যেহেতু কালো রঙের রোদচশমা, পছন্দমতো যেকোনো রং নির্বাচন করা সম্ভব।একটি ২ নম্বর তুলির সহায়তায় প্লেটে হলুদ, সাদা, নীল, কমলা, সবুজ, ম্যাজেন্টা রং ঢেলে নিন। মনে রাখতে হবে, এই রঙে কোনো পানি ব্যবহার করা যাবে না।
- ০০ নম্বর তুলি দিয়ে লেআউট অনুযায়ী রং করা শুরু করুন। যেহেতু রোদচশমা বেশ ছোট, রং করার ক্ষেত্রে খেয়াল রাখুন, একটি পাশ শুকিয়ে না যাওয়া পর্যন্ত অন্য পাশে হাত দেওয়া যাবে না।
- সামনের ভাগটি রং করা শেষে শুকিয়ে যেতে দিন। গ্লাসের হ্যান্ডেলের এক পাশে রং করুন। এ ক্ষেত্রে সামনের অংশে যে রংগুলো ব্যবহার করা হয়েছে, একই রং হ্যান্ডেলে ব্যবহার করতে হবে।
- এক পাশের হ্যান্ডেল শুকিয়ে গেলে অন্য পাশে রং করে নিতে হবে। সব পাশের রং পুরোপুরি শুকিয়ে গেলে রোদচশমাটি একটি ভার্নিশ স্প্রে দিয়ে স্প্রে করে নিন। এ ক্ষেত্রে গ্লাসের অংশগুলো আগে ঢেকে নিতে হবে।
- শুকিয়ে গেলেই পরতে পারবেন এই রঙিলা রোদচশমা।
মুল প্রতিবেদনঃ প্রথম-আলো