কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ ও বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘের যৌথ আয়োজনে ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৬ জানুয়ারি ২০২৪ সকাল ১০ টায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় বারুইপাড়া ইউনিয়নের নবার সিরাজউদ্দৌলা কলেজে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হামিদুর রহমান। এইসময় অত্র কলেজের ২শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখযোগ্য কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ দীর্ঘদিন যাবত রক্তদান কর্মসূচি সহ কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। উক্ত ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট মোঃ মহিউদ্দিন কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর ভারপাপ্ত সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক মোঃ হিরোক খান ও এডমিন রিফাত সামিউর,তাসিন,মুগ্ধ,রুবিনা ও চাদনি।
বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘ এর ভারপাপ্ত সভাপতি মোঃ নাইম সাধারণ সম্পাদক মোঃ আজিম ও সদস্য অর্পণ মাহমুদ রনি, সবুজ, জিহাদ, শিপুল ও আশিক।
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সভাপতি সাদিক হাসান রহিদ, সুপ্তহাসি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ রিদুল ইসলাম, সহ অত্র স্কুলের সকল শিক্ষার্থীরা।