জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাময়িক বহিষ্কৃত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. আদনান সাইফ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন। রোববার (৪ মে) তৃতীয় বর্ষের ৩০৬ নম্বর ‘নিউক্লিয়ার ফিজিকস’ কোর্সের পরীক্ষায় রিপিটার হিসেবে অংশ নেন তিনি। এর আগে তিনি একই কোর্সের ভাইভাতেও অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি সেমিস্টারে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে বহিষ্কৃতদের তালিকায় রয়েছে ১৩ জন শিক্ষার্থী, যার মধ্যে অষ্টম নম্বরে রয়েছে আদনান সাইফের নাম।
বহিষ্কারের পরও আদনান সাইফের পরীক্ষায় অংশ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এই সময়ে এসে আমাদের উপর হামলাকারী একজনের সঙ্গে পরীক্ষায় বসতে হচ্ছে—এটা অত্যন্ত লজ্জাজনক। ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এখনো তাদের শেল্টার দিচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, ‘আমি তার বহিষ্কারের বিষয়ে অবগত নই। সাধারণত প্রশাসন থেকে বিভাগের চেয়ারম্যান বরাবর চিঠি আসে।’
পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সালাউদ্দিন বলেন, ‘সাইফ পরীক্ষা দিয়েছে কি না, তা নিশ্চিত নই। তবে আজ সকালে সে ও তার কয়েকজন সহপাঠী আমার কাছে এসেছিল। সে দাবি করেছে, সে হামলায় জড়িত নয় বরং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। সে কিছু ছবি ও একটি লিখিত আবেদনও দিয়েছে। আমি সেগুলো উপাচার্যের কাছে পাঠিয়েছি।’