কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
হামলার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে সাংবাদিক ও পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আজ বুধবার বিকেলে মুরাদনগরের আল্লাহু চত্বরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ, এলাকাবাসী ও দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতা কায়কোবাদের অনুসারীরা। এ ঘটনার জেরে ‘মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদের অনুসারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আল্লাহু চত্বরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করছিলেন। এ সময় পাশেই জেলা পরিষদের মার্কেটের কাছ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।
আসিফ মাহমুদের সমর্থক অ্যাডভোকেট ওবায়দুল হক বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকেরা আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর আমাদের দিকে শত শত ইট-পাটকেল ছুড়েছে, আমাদের ধাওয়া দিয়েছে।’
এতে তাদের শতাধিক সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘আমরা প্রতিদিনই কর্মসূচি পালন করছি। আমাদের ছেলেরা হামলা করেনি বরং তাদের হামলা প্রতিরোধ করেছে। আমরা বিএনপি অফিসে অবস্থান করছিলাম। তারা ঢিল দিয়ে প্রথমে হামলা করে। আমাদের অন্তত ১৫জন জন আহত হয়েছেন।