টাঙ্গাইলে জমে উঠেছে ঐতিহ্যবাহী জামাই মেলা

টাঙ্গাইলে জমে উঠেছে প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জামাই মেলা। শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে রোববার পর্যন্ত। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরননেছা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় জামাই ও বউ ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবে পরিণত হয়েছে।

জানা গেছে, প্রায় দেড়শ বছর ধরে সনাতন পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে তিনদিনব্যাপী জামাই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত ৩০ গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি আসেন।

ঐতিহ্য অনুযায়ী মেলার সময় জামাইরা মেলা থেকে শ্বশুরবাড়ির সবার জন্য বাজার করেন। বৈশাখের ভ্যাপসা গরমের মাঝেও মেলায় হাজারও মানুষের ঢল নেমেছে।

আব্দুল খালেক নামের এক জামাই বলেন, এই মেলাকে কেন্দ্র করে আমি প্রায় ২৫ বছর ধরে শ্বশুরবাড়ি আসি। ঈদসহ বিভিন্ন উৎসবে আসা মিস করলেও মেলায় আসা আমার মিস হয় না।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব আনিসুর রহমান বলেন, তিন দিনে মেলায় দুই কোটি টাকার উপরে বাণিজ্য হবে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ