শান্তি কি বাজারে কিনতে পাওয়া যায়? তার দামই বা কত? ইউটিউবার রুপম দত্ত তাঁর ‘পিস রেট’ ছবিতে জীবনের এই বিশেষ দিকটি তুলে ধরতে চলেছেন।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পেইন্টিংস ইন দ্যা ডার্ক খ্যাত অভিনেতা রাশেদ রহমান, দীপাংশু আচার্য, সায়ন ঘোষ ও অনুরাধা মুখোপাধ্যায়। তাছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোমতীর্থ গঙ্গোপাধ্যায়।
ছবির গল্প হচ্ছে অমৃত গিরি সাইকোলজিতে পিএইচডি করছেন। ওঁর বিষয় মানুষের শান্তি। শান্তি কয় প্রকার এবং কী কী? সেটা নিয়েই নিরন্তর গবেষণা তাঁর।
কিন্তু গবেষণায় নেমে তিনি আরও বিভ্রান্ত। উল্টে একের পর এক অভিজ্ঞতা অমৃতকে যেন আরও বেশি বিভ্রান্ত করে ফেলেছে। শান্তি খোঁজার নেশায় অশান্তির ঠিকানায় পৌঁছে গিয়েছেন তিনি।
দেখে হতবাক হয়ে গিয়েছেন, বাজারে শান্তি বিক্রি হচ্ছে! আর শেয়ার বাজারের মতোই তার শর্ত নিয়ে প্রতিমুহূর্তে দানা বাঁধছে কাঁড়ি কাঁড়ি অশান্তি।
অশান্তির অতল গহ্বরে হারিয়ে যেতে যেতে এক অদ্ভুত সংগঠনের খোঁজ পায় অমৃত। যার নাম “পিস রেট এন্ড কোম্পানি”।
তারা কি আদৌ পারবে অমৃত কে সঠিক শান্তির রাস্তা বাতলাতে? ছবির আবহের দায়িত্বে অমিত চট্টোপাধ্যায়। সিনেমাটোগ্রাফিতে এমএক্স পারাজ।
সম্পাদনায় অভিষেক মণ্ডল। ছবিটি মুক্তি পাবে “ওয়াটারফল মাল্টিমিডিয়া প্রোডাকশন” এর ব্যানারে। প্রযোজনায় রূপম দত্ত ও শামীম হাসান। ছবিটি মুক্তি পাবে ১৪ অক্টোবর।